আগামী শনিবার (০২ নভেম্বর) জাতীয় পার্টির
অফিসের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার
পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা!
শনিবার (২ নভেম্বর)
ভাঙচুর ও আগুন দেওয়া কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি
(জাপা)। আজ শুক্রবার দলটির পক্ষ থেকে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয়
পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
জি এম কাদের বলেন, ‘আমরা ২ তারিখ (২ নভেম্বর, শনিবার) যে কর্মসূচি
দিয়েছি, সে কর্মসূচি চালু থাকবে। কেউ ভয় পাবেন না যে যেখানে আছেন।
আমরা মরতে আসছি, আমরা মরতে চাই। কত লোক মারবেন উনারা, আমরা সেটা দেখতে চাই। আমাদের সেটা করতে হবে। তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি।
অন্য দিকে জাতীয় পার্টিকে কোনো সমাবেশ করতে
দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন
মোল্লা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র শ্রমিক
জনতার ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে
ছাত্রঅধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘শনিবার জাতীয় পার্টিকে
সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পূনর্বাসিত করার আরেকটি চক্রান্ত।’ তিনি আরো বলেন, ‘গতকাল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী
পূর্বপরিকল্পনা অনুযায়ী জাতীয় পার্টির কার্যালয়ে জড়ো হয়েছিল।
আমরা
কাকরাইলে পৌঁছামাত্রই আমাদের ওপর অতর্কিত হামলা করে।’
বিন ইয়ামিন মোল্লা আরো বলেন, ‘জাতীয় পার্টি আগামীকাল
সমাবেশের ঘোষণা দিয়েছে। আমাদের কাছে খবর আছে তারা দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী
লীগ ক্যাডার বাহিনী নিয়ে এসে সমাবেশ করবে। আমরা বার বার আলটিমেটাম দিচ্ছি যেন
ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ করা হয়।তারা বিভিন্ন
রূপে ফেরার চেষ্টা করছে। তাদের প্রতি বর্তমান সরকারের অবস্থান কী আমরা তা জানতে
চাই। ডিএমপি কমিশনার কিভাবে এই দোসরদের সমাবেশ করার অনুমতি দেন আমরা জানতে চাই।’
জাতীয়
পার্টির হামলার অভিযোগ তুলে ছাত্রনেতা মশিউর রহমান বলেন, ‘গতকাল আমাদের ওপর
জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একত্রে হামলা করে। ‘গতকাল
তাদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার সাথে ছাত্র, শ্রমিক, জনতার কোনো সম্পর্ক নেই।
বিক্ষুদ্ধজনতা তাদের কর্মকাণ্ডের ফলস্বরূপ অফিস পুড়িয়ে দিয়েছে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন